ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার যেকোন বাসের মাধ্যমে মীরসরাই জিরো পয়েন্টে নামতে হবে। ফুট ওভার ব্রীজের সহায়তায় মহাসড়ক পার হয়ে ২০০ গজ পশ্চিমে হাটলেই উপজেলা পরিষদ। উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের নীচ তলায় সহকারী প্রোগ্রামারের কার্যালয়টি উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস। ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলে মীরসরাই জিরো পয়েন্ট থেকে চট্টগ্রাম অভিমুখে মহাসড়ক ধরে ৫০ গজ গেলেই ইউটার্ন পাওয়া যাবে। ইউটার্ন করে পুনরায় মীরসরাই জিরো পয়েন্টে এসে বামে মোড় নিয়ে ২০০ গজ পশ্চিমে উপরোক্ত পদ্ধতিতে অগ্রসর হতে হবে।
চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে যেকোন বাসে মীরসরাই নেমে উল্লিখিত পন্থায় পৌছানো যাবে। সেক্ষেত্রে ফুট ওভার ব্রীজ পাড়ি দিতে হবেনা বা ইউটার্ন নেয়ার ঝামেলা থাকবে না।
রেল পথেঃ
রেল স্টেশন না থাকায় সরাসরি রেলে আসা সম্ভব না।
আকাশ পথেঃ
বিমান বন্দর না থাকায় সরাসরি বিমানে আসা সম্ভব নয়। তাছাড়া হেলিকপ্টারের জন্য কোনো স্বীকৃত হেলিপ্যাড নেই।